ভারতীয় ছোট পর্দার পরিচিত মুখ ডোনাল বিশ্ট এবার পা রাখছেন বড় পর্দায়। জনপ্রিয় ধারাবাহিক ‘কলস এক বিশ্বাস’, ‘এক দিওয়ানা থা’ এবং ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ দিয়ে টেলিভিশনে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করার পর এবার তাঁকে দেখা যাবে দুটি দক্ষিণী সিনেমায়।
শুরুর দিকে সংবাদমাধ্যমে কাজ করলেও, খুব দ্রুত চিত্রহার-এর সঞ্চালক হিসেবে তিনি দর্শকের নজর কাড়েন। তারপর ধীরে ধীরে অভিনয়ই হয়ে ওঠে তাঁর আসল পরিচয়।
‘লাল সিং চাড্ডা’-র তালিকায় ছিলেন ডোনাল!
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল বলেন, “আমি ‘লাল সিং চাড্ডা’ ও ‘রামায়ণ’-এর মতো বড় বাজেটের প্রজেক্টের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলাম। যদিও শেষমেশ চরিত্রগুলো অন্যরা পেয়েছে, তবুও আমার নাম তাদের বিবেচনায় ছিল, সেটাই বড় প্রাপ্তি।”
তাঁর মতে, ক্যারিয়ারের শুরুর দিকের সঠিক প্রজেক্ট বেছে নেওয়াই ভবিষ্যতের পথ নির্ধারণ করে দেয়।
ইতিবাচক মনোভাবই বড় শক্তি
অভিনেত্রী বিশ্বাস করেন, “দুচোখে যদি স্বপ্ন থাকে, তাহলে অর্ধেক যুদ্ধ জিতে গেছ।” নিজের কথা বলার সময় জানান, জীবনের এমন সময়ও ছিল যখন হাতে কাজ ছিল না। সেই সময়টাকে তিনি আত্মউন্নয়নের সুযোগ হিসেবে দেখেছেন। অভিনয়ের ক্লাসে ভর্তি হয়ে নিজেকে প্রস্তুত করেছেন সিনেমার জন্য।
তিনি বলেন, “আমি যা নিয়ন্ত্রণ করতে পারি, শুধু সেটাতেই ফোকাস করি। কাজের অভাব নেই, কিন্তু এমন কিছু করতে চাই যা আমার শৈল্পিকতা প্রকাশ করে। অভিনয় এক পবিত্র শিল্প, আর সেটার অংশ হতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের।”
দর্শকের জন্য কী অপেক্ষা করছে?
ডোনাল বর্তমানে দক্ষিণের দুটি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা যাচ্ছে—চরিত্রগুলোতে তাঁকে একদম নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।