সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের আচরণ দেশের জন্য লজ্জাজনক। তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে এ মন্তব্য করেন।
রনি বলেন, “লন্ডনে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে। পরিস্থিতি এমন যে মনে হচ্ছে, লন্ডন থেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে।” তিনি উল্লেখ করেন, ইতিহাসে ১৯৭১ সালে লন্ডনে মুক্তিযুদ্ধ সমর্থক বুদ্ধিজীবীদের আন্দোলনের কারণে শেখ মুজিবুর রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী এয়ারপোর্টে স্বাগত জানান।
বর্তমানে লন্ডনে আওয়ামী লীগের কার্যক্রম তুলনামূলকভাবে শক্তিশালী। রনি বলেন, “ড. ইউনূসের সঙ্গে তাদের আচরণ নজিরবিহীন এবং দেশের জন্য লজ্জাকর। কিন্তু আওয়ামী লীগ এটি নিয়ে খুশি, মনে করছে তারা বড় কাজ করেছে, যা ড. ইউনূসকেও ভয় দেখিয়েছে।”
তিনি আরও জানান, লন্ডনে আওয়ামী লীগের শক্তি বাড়ার কারণে বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্কের রীতি পরিবর্তিত হচ্ছে। যারা আগে ক্ষমতাসীন দলের বিপরীতে ছিলেন, তারা এখন আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন বা বন্ধুত্ব শুরু করছেন।