• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

মসজিদে বিয়ে, হানিমুনে ‘হাফপ্যান্ট’ বিতর্কে শবনম ফারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৯:০৩ এএম
মসজিদে বিয়ে, হানিমুনে ‘হাফপ্যান্ট’ বিতর্কে শবনম ফারিয়া

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর আবারও ঘর বাঁধেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে খেজুর ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। বর তানজিম তৈয়ব, দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।

বিয়ের পর এ মাসের শুরুতে নবদম্পতি হানিমুনে যান শ্রীলঙ্কা ও মালদ্বীপে। সেখান থেকেই ফারিয়া নিয়মিত ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করছেন নিজের ফেসবুক পেজে। তবে এখন পর্যন্ত স্বামীর সঙ্গে কোনো যুগল ছবি শেয়ার করেননি তিনি — যা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

এর মধ্যেই বিতর্কে জড়ালেন অভিনেত্রী। গত মঙ্গলবার শ্রীলঙ্কার গালে শহর থেকে ‘হাফপ্যান্ট’ পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর মুহূর্তেই শুরু হয় তীব্র সমালোচনা।

অনেকেই মন্তব্য করেন, মসজিদে বিয়ে করে ধর্মীয় আবহ তৈরি করলেও হানিমুনে গিয়ে হাফপ্যান্ট পরা ছবির মাধ্যমে তিনি উল্টো বার্তা দিচ্ছেন। কেউ কেউ অভিযোগ করেন, এটি ‘নাটকীয় ধার্মিকতা’ প্রদর্শনের উদাহরণ।

ফেসবুকে নেটিজেনদের একজন লিখেছেন, “বিয়ে করলেন মসজিদে, কিন্তু বিদেশে গিয়ে পোশাকের বাছাইয়ে কোনো শালীনতা রাখলেন না।”
আরেকজন মন্তব্য করেছেন, “মসজিদে বিয়ের নাটক শেষ, এখন শুরু বাস্তব রূপ দেখানোর পালা।”

এমন অসংখ্য মন্তব্যে ভেসে যাচ্ছে তার ফেসবুক পোস্ট। কেউ তাকে ‘ভিউ ব্যবসায়ী’ আখ্যা দিচ্ছেন, কেউ আবার ঘোষণা দিয়েছেন ‘বয়কট’-এর।

তবে শবনম ফারিয়া এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তার সাম্প্রতিক পোস্টগুলোতেও মন্তব্যের ঝড় থামার কোনো লক্ষণ নেই।

এর আগে ২০১৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রায় দুই বছর পর, ২০২০ সালের নভেম্বর মাসে সেই দাম্পত্য জীবনের ইতি টানেন অভিনেত্রী।

নতুন জীবনের শুরুতেই আবারও বিতর্কের মুখে পড়লেন শবনম ফারিয়া। ভক্তরা এখন অপেক্ষায় আছেন—এই সমালোচনার জবাব কি দেবেন অভিনেত্রী?

সামাজিক যোগাযোগ বিভাগের আরো খবর

Link copied!