দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না: পিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:৫৮ পিএম
দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না: পিয়া

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় সরব নেটিজেনরা। বিশেষ করে তারকাদের অনেকেই এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে বিচার দাবি করেছেন। এরই মধ্যে কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

বুধবার সামাজিকমাধ্যম ফেসবুকে পিয়া জান্নাতুল লিখেছেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়-এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া—এটা শুধু নিষ্ঠুর না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’

তিনি বলেন, ‘যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছে করা চলে, এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আইন আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরও কড়া হবে, আরও কঠিন হবে।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন যে, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়।’

প্রসঙ্গত, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এই ঘটনা ঘটে। অভিযোগের আঙুল উঠে উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানের দিকে। তারপর দণ্ডবিধির (১৮৬০) ৪২৯ ধারায় এই ঘটনায় মামলা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।

Link copied!