পরীমনি এক প্যান্ডোরার বাক্স


বিধান রিবেরু
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৯:২৮ এএম
পরীমনি এক প্যান্ডোরার বাক্স

পরীমনিকে গ্রেপ্তারের পর প্রশাসন না পারছে ওকে গিলতে, ফেলতে বা হজম করতে। পরীমনি এক প্যান্ডোরার বাক্স। যা খুলে দেওয়া হয়েছে। শুধু দেখতে থাকুন কী কী বেরিয়ে আসে। আটকের পর থেকে যে দার্ঢ্য ওর মধ্যে দেখেছি, সেটা ঢাকাই নায়িকা কেন, অনেক মেয়ের মধ্যেই নেই। নরকের কীটের সাথে লড়তে লড়তে স্মৃতি আজ পরী হয়েছে, থানা-হাজত ওকে যে কাবু করতে পারছে না, তার প্রমাণ গতকালের চিৎকার : আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে! 

এক পোশাক পরে ১৩০ ঘণ্টা কাটানো ওর দৃঢ় মনোভঙ্গির পরিচায়ক। অন্য নায়িকারা বিপদ বা মুসিবত থেকে বাঁচার জন্য ধর্মীয় লেবাসের আশ্রয় নেয়, পরী সেটা নিচ্ছে না, বরং ও যেমন, তেমন করেই আইনের মোকাবিলা করছে। পরী লম্বা রেসের ঘোড়া। বলিউডের সঞ্জয় দত্ত যেভাবে জেল-জরিমানা পেরিয়ে এসে বিপুল বিক্রমে ক্যারিয়ার শুরু করেছিল, পরীও তেমনি এই খারাপ সময় কাটিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে ফিরে আসবে বলে আমার ধারণা। গোটা রাষ্ট্রই পরীকে সে সুযোগ করে দিচ্ছে। 

পরী ওয়ার্ডরোবের পেছনে লুকিয়ে থাকা গোপন দরজা। সেটা খুলে গেছে। এতে পরীর কোনো ক্ষতি হয়নি। সবাই জানে পরী বহুগামী কিংবা সমাজের প্রচলিত ভাষায় তথাকথিত ‘রাতের রানি’, কিন্তু রাতের রাজারা রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের রাজার মতো অন্ধকারে লুকিয়ে থাকা প্রাণী। এবার যে তাদের মুখে আলো পড়তে শুরু করবে! পরী তখন ঠা ঠা করে হাসবে। (পরীকে নন্দিনীর চরিত্রে বেশ মানাবে) পরীর ডানা কেটে ফেলার চেষ্টা হচ্ছে ঠিকই, তবে পরী স্মৃতি হয়ে যে হানা দিয়ে যাচ্ছে সেসব রাজাদের মনে, সেটা কম অনবদ্য নয়! কঠিন সময় আসন্ন!

Link copied!