জলবায়ু পরিবর্তনের প্রভাবে বহু বছর ধরে মানুষের আকৃতিগত পরিবর্তন হচ্ছে – এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। হোমোজেনাস গোত্রের মানুষের জীবাশ্মের ওপর গবেষণায় দেখা গেছে মানবদেহের আকার পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে জলবায়ু ও তাপমাত্রা।
যুক্তরাজ্যের ও জার্মানির গবেষকরা বলছেন, শীতপ্রধান অঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ায় টিকে থাকতে মানুষ আকারে বড় হয়েছে এবং উষ্ণ আবহাওয়ায় তাপ কম শোষণে সুবিধার্থে দৈহিক আকার ছোট হয়ে গেছে।
সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও জার্মানির টুবিনগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এসব তথ্য উদ্ভাবন করেছেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কয়েক লাখ বছরের জলবায়ুর পরিবর্তন ও সেসব সময়ে বসবাসরত মানুষের জীবাশ্মের ওপর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছান তারা।
মস্তিষ্কের আকারের ওপরেও পরিবেশ ও জলবায়ুর প্রভাব রয়েছে বলে একমত গবেষকেরা। তারা জানান, নিয়ান্ডারথালস, হোমো হাবিলিস ও হোমো ইরেকটাস প্রজাতির চাইতে বর্তমান যুগের মানুষদের মস্তিষ্ক ৫০ শতাংশ ভারী ও তিন গুণ বড়।
যদিও মস্তিষ্কের আকৃতি পরিবর্তনের পেছনে জলবায়ুর ভূমিকা পুরোপুরি ব্যাখ্যা করার জন্য আরও বিষদ গবেষণা প্রয়োজন বলে মত গবেষক দলের।