ঢাকার চলচ্চিত্র বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) আয়োজন করতে যাচ্ছে চার পর্বের এক আলোচনার।
আইএএফএম থেকে জানানো হয়, চলচ্চিত্রের বিচিত্র যাত্রাকে স্পর্শ করে, তার নান্দনিক কলাকৌশলগুলোকে লক্ষ্য করা এবং ছবির মধ্যে লুকায়িত কাহিনীকে অনুসরণ করে ছবির ভাষাগত ব্যাঞ্জনাকে বুঝে নেওয়া এবং গল্প আঙ্গিকগত কৌশল ও সামাজিক প্রেক্ষাপটের মধ্যে অন্তর্লীন সম্পর্ককে অনুধাবন করাই এই চার পর্বের আলোচনা অনুষ্ঠানে তুলে ধরা হবে।
এ বছরের ১৬, ১৭, ২৩ ও ২৪ ডিসেম্বর, শুক্র ও শনিবার করে দুই সপ্তাহ চলবে এই চলচ্চিত্র বিষয়ক আলোচনা। এই চারদিনই রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কথা বলবেন চলচ্চিত্র বিষয়ক শিক্ষক অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার। ভিজুয়াল লিটারেসিতে তিনি পিএইচডি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এফটিআই, এসআরএফটিআই ছাড়াও তিনি এনআইডি ও আইআইটিতে চলচ্চিত্র পড়ান। প্রথম সপ্তাহের দুদিন তিনি কথা বলবেন `ওয়েজ অব সিয়িং` নিয়ে। দ্বিতীয় সপ্তাহে তিনি আলাপ করবেন `ভিজুয়াল স্টোরি টেলিং` নিয়ে।
আইএএফএমের আলোচনা অনুষ্ঠানে যে কেউ অংশ নিতে পারবেন অর্থের বিনিময়ে।
নিবন্ধনের তড়িৎ লিংক: https://forms.gle/zBmM6NrWFt4xoWEv8