খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এলো ‘কাজী ফার্মস কিচেন পপকর্ন’। রেইনবো, ক্যারামেল এবং বারবিকিউ এই তিনটি মজাদার ফ্লেভারে, স্বাস্থ্যকর ও সুস্বাদু এই পপকর্ন বাজারে পাওয়া যাচ্ছে।
পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখতে ‘কাজী ফার্মস কিচেন পপকর্ন’ বাজারজাত করা হচ্ছে ইজি ওপেনার সম্বলিত এয়ার টাইট প্লাস্টিক জারে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পণ্যের বাজারজাতকরণ শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, সিনিয়র ম্যানেজার এবিএম শোয়েব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট), ইব্বান রশিদ (এইচআর), ব্র্যান্ড ম্যানেজার তানভীর ওয়াহীদ লস্কর এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।