ডেঙ্গুর প্রভাব ছড়িয়েছে পুরো দেশজুড়ে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বৃদ্ধ থেকে শুরু করে নবজাতক, কেউই রেহাই পাচ্ছে না ডেঙ্গু জ্বর থেকে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৬৩৪ জন। এদের মধ্যে ১১৯ জনই শিশু-কিশোর। যা ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট মৃত্যুর ২৬ শতাংশ। ছবিতে মুগদা মেডিকেল ও বাংলাদেশ শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের কিছু স্থিরচিত্র তুলে ধরা হয়েছে।