• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

ডেঙ্গু জ্বরে ১১৯ শিশু-কিশোরের মৃত্যু


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৬:২২ পিএম
ডেঙ্গু জ্বরে ১১৯ শিশু-কিশোরের মৃত্যু

ডেঙ্গুর প্রভাব ছড়িয়েছে পুরো দেশজুড়ে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বৃদ্ধ থেকে শুরু করে নবজাতক, কেউই রেহাই পাচ্ছে না ডেঙ্গু জ্বর থেকে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৬৩৪ জন। এদের মধ্যে ১১৯ জনই শিশু-কিশোর। যা ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট মৃত্যুর ২৬ শতাংশ। ছবিতে মুগদা মেডিকেল ও বাংলাদেশ শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের কিছু স্থিরচিত্র তুলে ধরা হয়েছে।

 

ডেঙ্গু আক্রান্ত শিশুর যত্নে মা

 

এখন ওষুধই যেন নিত্যসঙ্গী

 

সুস্থতার প্রহর গুনছেন বাবা

 

শিশু ওয়ার্ডের এক ভিন্ন চিত্র, খেলনা ও শিশু।

 

 

বাংলাদেশ শিশু হাসাপাতালে ডেঙ্গু ওয়ার্ডের বর্তমান চিত্র

 

Link copied!