
ঘন কমলা, লালের মিশ্রণের কাঞ্জিভরমে কাজল তার ছেলে যুগ, মা তনুজা, বোন তানিশার সঙ্গে সন্ধ্যারতি দেখলেন,আশীর্বাদ নিলেন কাজল।
তারার মেলায় ছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও। এবং পূজোর মঞ্চে অয়নের সঙ্গে দেখা হল হিন্দি ছবির নায়িকা হৃতিকা ভাটের।

মুখার্জি পরিবারের পূজার মধ্যভাগে সব সময়ই থাকেন রানি মুখার্জি।

শশধর মুখোপাধ্যায়ের বড় ছেলে রণো মুখোপাধ্যায়কে দেখা গেল কাজলের ছেলে যুগকে কাছে টেনে নিতে।

সপ্তামীজুড়ে ছিল রানি মুখার্জির প্রাণবন্ত উপস্থিতি
