সৌদি আরবের রিয়াদ ও খামিস মুসায়েত শহরে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদির রিয়াদ ও খামিস মুসায়েত শহরে গত ৬ ডিসেম্বর বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনায় দেশটির সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ। হুথি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে।
এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাথে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনের লড়াই চলছে। সৌদি আরবের ভেতরে সামরিক ঘাঁটিগুলোর ওপর প্রায়ই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হুথিদের করা ওই হামলায় দুজন নিহত হন ও একজন বাঙালি আহত হন।
তবে ওই বাঙালি বাংলাদেশি নাগরিক কি না তা জানা যায়নি।