নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতারা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৫ টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করে দলটির সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল।
এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে ২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। এখন পর্যন্ত ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। চলমান সংলাপের অংশ হিসেবে আজ অংশ নিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
এছাড়া আগামী মাসের ১৪ ফেব্রুয়ারি শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।