• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

যে কারণে জামায়াতে যোগ দিলেন আখতারুজ্জামান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:০২ পিএম
যে কারণে জামায়াতে যোগ দিলেন আখতারুজ্জামান

দলীয় শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে পাঁচবার বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগ দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি কেন দলটিকে বেছে নিয়েছেন তাও গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগদানের পর প্রতিক্রিয়ায় আখতারুজ্জামান বলেন, ‘আমি জামায়াতে যোগ দিয়েছি কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নিব না। তারেক রহমান বলেছেন, জামায়াত লক্ষ লক্ষ লোক মেরেছে তার এই বক্তব্যের জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী তাদের পাশে থাকা দরকার।’

জানা গেছে, আখতারুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। তবে দলে না থাকলেও নানা সময় সমসাময়িক ইস্যু নিয়ে টক শো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেফাঁস কথা বলে তিনি বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!