বিয়েকাণ্ডে ক্রিকেটার নাসির হোসেনসহ ৩ আসামির অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী ৯ ফ্রেব্রুয়ারি দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
সোমবার (২৪ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন ক্রিকেটার নাসির, তার স্ত্রী তামিমা সুলতানা ও তার মা সুমি আক্তার।
ক্রিকেটার নাসিরের আইনজীবী কাজী নজিবুল্লাহ জানান, আদালত আগামী ৯ ফ্রেব্রুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিবেন।
অভিযোগ গঠনের শুনানিতে আইনজীবী কাজী নজিবুল্লাহ বলেন, "তামিমার সঙ্গে মামলার বাদী রাকিবের তালাক কার্যকর হয়েছে ২০১৭ সালের ২২ এপ্রিল। আর নাসির তামিমাকে বিয়ে করেন এর চার বছর পর। সুতরাং নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। তামিমাও আইন মেনেই রাকিবকে যথাযথভাবে তালাক দিয়েছেন। তালাক কার্যকর হয়েছে।"
অন্যদিকে ক্রিকেটার নাসিরসহ অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সপক্ষে যুক্তি তুলে ধরেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, "আসামিপক্ষ থেকে ২০১৭ সালে রাকিব ও তামিমার মধ্যে তালাক কার্যকর করার কথা সঠিক নয়। তামিমা ২০১৮ সালের পাসপোর্টেও স্বামীর নাম হিসেবে রাকিবের নাম উল্লেখ করেন। আসামিরা জালিয়াতির আশ্রয় নিয়ে নিয়েছেন।"
দুই পক্ষের শুনানি শেষে আদালত আগামী ৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের আদেশ দেওয়ার দিন ধার্য করেন।