রাজধানীর কাকরাইলে অবস্থিত কর্ণফুলী গার্ডেন সিটির দুটি সোনার দোকানে চুরি হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে শপিং মলের চারতলার দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর শনিবার সকালে এসে দুই দোকানের কর্মচারীরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় আমরা সংগ্রহের চেষ্টা করছি।
এছাড়া কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান রানা বলেন, “কী পরিমাণ সোনা চুরি হয়েছে তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। ইতোমধ্যেই চুরির সঙ্গে যারা জড়িতদের গ্রেপ্তারে আমরা অভিযানে নেমেছি।”