বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (৮ ডিসেম্বর)। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন।
এর আগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় সেদিন রায় ঘোষণা করতে পারেনি বিচারক। তখন রায়ের তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেন আদালত।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ৬ ঘণ্টা নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এরপর হলের দোতলা ও নিচতলার মাঝামাঝি সিঁড়িতে ফেলে রাখা হয় আবরারের লাশ। সিসিটিভির ফুটেজে ঘটনাটির বিভিন্ন দৃশ্য ধরা পড়ে। সেই ফুটেজ থেকেই আসামিদের শনাক্ত করা হয়।
এই মামলায় আবরারের বাবাসহ ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৮ জন। রাষ্ট্রপক্ষের দাবি, ২৫ আসামির অপরাধ প্রমাণ করতে পেরেছে তারা। তাই আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে।
অপর দিকে আসমিপক্ষের আইনজীবীরা বলেছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন তারা।
এদিকে মামলার ময়নাতদন্তকারী চিকিৎসক আদালতে বলেন, “মাথা, বুকসহ পুরো শরীরে হাতুড়ি, ক্রিকেট স্টাম্প ও স্কিপিং রোপের নির্মম আঘাতের কারণেই আবরারের মৃত্যু হয়েছে।”