ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিইউতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আয়েশা ওই ভবনে অবস্থিত ফিনিক্স ইনস্যুরেন্সে কর্মরত ছিল। ঘটনার সময় তিনি অফিসে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। হাজারীবাগে থাকতেন।
এর আগে ৫ মার্চ সায়েন্স ল্যাব মোড়ে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল জানিয়েছে, ভবনের পয়োনিষ্কাশন লাইনের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে।