এরকম নন সিরিয়াস গভর্মেন্ট জীবনেও দেখেননি বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চ্যানেল২৪ এর মুক্তবাক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
মাসুদ কামাল বলেন, ‘শুরুতে ড. ইউনূসের ক্যাবিনেট দেখে আমি হতাশ হয়ে গেছিলাম। তখন ভাবলাম ওদের দিয়ে কিছু করা যাবে না। তবে ওনার প্রতি ভরসা ছিল, হয় তো তিনি উপদেষ্টা পরিষদ পুর্নগঠন করবেন। যোগ্য লোকদের নিয়ে আসবেন, ওনি তা করেন নি। এটিকে খেলা মনে করলেন। এরকম নন সিরিয়াস গভর্মেন্ট আমি জীবনেও দেখিনি।’
তিনি বলেন, ‘একজন প্রধান উপদেষ্টা কীভাবে বলেন আমরা তো এ জগতের লোক না। ট্রায়াল বেসিসে দেশ চালাবেন, এটা হয়?
ড. ইউনূস একটি সাক্ষাতকারে বলেছেন, কেউ কেউ তাকে ৫ বছর, ১০ বছর ক্ষমতায় দেখতে চান। এ বিষয়ে মাসুদ কামাল বলেন, ‘তার (ড. ইউনূসের) বক্তব্যটি কেটে কেটে আপ দেয়া হয়েছে। রিলে যেভাবে কেটে দেয়া হয়। তিন ধরনের কথা আসছে। এখন ওনি কোনটা শুনবেন?
উদারহণ দিয়ে মাসুদ কামাল বলেন, ‘ধরেন আমরা তিন জন এখানে বসে আছি, আপনি আমাদের তিনজনের কথাই শুনবেন। বাহিরে ৩০ জন্য কান্নাকাটি করলেও আপনি শুনবেন না। ঠিক এভাবে ড. ইউনূস বুঝতে পারছেন না আসলে অধিকাংশ মানুষ কী চায়। ওনি (ড. ইউনূস) একটা মারাত্মক কথা বলেছেন। সে কথাটি আমাদের মিডিয়াগুলো কেন বললো না, আমি বুঝতে পারছি না। ওনি বলেছেন, এটি একটি অন্তর্বর্তী সরকার, এটির মেয়াদ কেউ নির্ধারণ করে দেয়নি। আমরা যতো দিন মেয়াদ নির্ধারণ করবো, ততো দিন হবে।’
প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে মাসুদ কামাল বলেন, আপনি কে ভাই মেয়াদ নির্ধারণ করার। আপনি নিজের মেয়াদ নিজে নির্ধারণ করবেন, এটি তো শেখ হাসিনা বলতো।
টকশোতে মাসুদ কামালকে উপস্থাপিকা প্রশ্ন করেন- কে সরকারের মেয়াদ নির্ধারণ করবে। জবাবে তিনি বলেন, ‘জনগণ নির্ধারণ করবে। ওনি তো বলেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন। এনসিপির ছাত্ররা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না, এটি ডাকসু আর জাকসু নির্বাচনে প্রমাণ হয়ে গেছে।’