• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

গুলিস্তানের সেই ভবনে যা ছিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৯:১৫ পিএম
গুলিস্তানের সেই ভবনে যা ছিল

রাজধানীর গুলিস্তানে ৭তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় শতাধিক মানুষ।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত বিস্ফোরণের মূল কারণ জানা যায়নি।

জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এই ভবনের নীচ তলায় ছিল স্যানেটারি দোকান। এই তলায় ৮ থেকে ৯ টি দোকান ছিল। বিস্ফোরণের পর সবগুলো দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল এই দোকানগুলোর গোডাউন। আর চতুর্থ তলা থেকে ৭ তলা পর্যন্ত ছিল আবাসিক বাসা-বাড়ি। তবে, এই ভবনে কতজন মানুষের বা পরিবারের বসবাস ছিল তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।

ব্যবসায়ীরা বলছেন, সঠিকভাবে জানা না গেলেও বিস্ফোরণে কয়েক কোটির টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে আসলে জানা যাবে, কার কেমন ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো ভবনই ধসে পড়েনি।

তিনি জানান, ভবনে কোন কেমিক্যাল বা বিস্ফোরক ছিল না।

Link copied!