• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ১ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন আর বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন নাহিদ ইসলাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১২:০৬ পিএম
নির্বাচন আর বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।

মালয়েশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি বলেন, আমরা নির্বাচনের তারিখ নিয়ে কখনোই জোর দিইনি। আমাদের একটাই দাবি—সংস্কার ও বিচার নিশ্চিত হোক। ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, সংস্কারের নিশ্চয়তা থাকলে আপত্তি নেই।

অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’। আলোচনায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে কোনো নির্বাচন বাস্তবসম্মত বলে মনে করি না।

নাহিদ আরও বলেন, আমরা চাই, ভবিষ্যতে দেশের মানুষ জানুক—এই পরিবর্তনের পেছনে এনসিপি ছিল। জুলাই সনদ ছিল সেই পরিবর্তনের মূল চাবিকাঠি। সেজন্য সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার ছাড়া কোনো নির্বাচনই টেকসই নয়।

বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে গুজব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচন পেছানোর মতো গালগল্প ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

Link copied!