• ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২, ২৩ সফর ১৪৪৬

ভাবিকে ধর্ষণের চেষ্টা, অতঃপর দেবরের গোপনাঙ্গে ৮ সেলাই


যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৩:০৯ পিএম
ভাবিকে ধর্ষণের চেষ্টা, অতঃপর দেবরের গোপনাঙ্গে ৮ সেলাই

যশোরের শার্শায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। সোমবার (১৮ আগস্ট) ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । 

এর আগে ১২ আগস্ট রাতে উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত মফিজুল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সেদিন রাতেই নির্জন স্থানে মফিজুল তার ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন। আত্মরক্ষায় ওই নারী ধারাল অস্ত্র দিয়ে দেবরের গোপনাঙ্গে আঘাত করেন। এতে মারাত্মকভাবে আহত হন মফিজুল। পরে তিনি স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে যান এবং সেখানে তার ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়।

গ্রামবাসীর অভিযোগ, মফিজুল ও তার ভাবির মধ্যে আগে থেকেই অনৈতিক সম্পর্ক ছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। তবুও এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের হতবাক করেছে।

ভুক্তভোগী নারী জানান, দেবর দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিলেন। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে তিনি এমনটি করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। সোমবার ভোরে মফিজুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
 

Link copied!