• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

‘আমরা চাই না কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৯:০০ পিএম
‘আমরা চাই না কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক’

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, “আমরা চাই না রাশিয়া-যুক্তরাষ্ট্রসহ কেউই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। এটা তাদের বিষয় নয়। আমরা পরিপক্ব, স্বাধীন, এটা সবার মনে রাখা উচিত। আমার এ বক্তব্য রাশিয়া, যুক্তরাষ্ট্র সবার জন্য প্রযোজ্য।”

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একে আব্দুল মোমেন এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, “তাদের জন্য নিয়ম আছে এবং সে অনুযায়ী তারা কথা বলবে। আমরা যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশ সম্পর্কে বলেছি, অন্য দেশ সম্পর্কেও আমাদের একই বক্তব্য।”

প্রত্যেক দেশের যে নিয়ম আছে, জেনেভা কনভেনশন আছে, সে অনুযায়ী কাজ করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাবোধ সমুন্নত রেখেছে। এসব নিয়ে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমি নিশ্চিত নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক।”

সম্প্রতি বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের পরামর্শে বিরক্ত সরকার। বাংলাদেশ নিয়ে বাগযুদ্ধ শুরু করে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পাল্টাপাল্টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেশ দুটির ঢাকা দূতাবাস বক্তব্য দিয়েছে।

Link copied!