কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৪:২৫ পিএম
কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে সচিবালয় ঘেরাওয়ের চূড়ান্ত ডাক দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শরিফ উসমান হাদি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে শরিফ উসমান হাদি লেখেন, “হামিদরেও বিদেশে পাড় কইরা দেওয়া হইছে। বাকিরাও কয়দিন পর জেল থেকে বের হয়ে নির্বাচন করবে। যদি কাফনের কাপড় পরে জীবন বাজি রেখে সচিবালয় ঘেরাওয়ের চূড়ান্ত ডাক দিই আমরা, কে কে আসবেন?”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখেন, “যারা নিশ্চিত করবেন, তাদের নামের তালিকা করে আমরা রাজপথে নামব। এভাবে আর চলে না। আমরা বাঁইচা রইছি শহীদ হওয়ার জন্যই।”

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকে ইতোমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন।

ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর বুধবার (৭ মে) মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!