• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই নেতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৬:৪৮ পিএম
পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই নেতা
আটক ছাত্রলীগের দুই নেতা। ছবি : সংগৃহীত

দেশ ছেড়ে পালাতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাদের আটক করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এর আগে পালিয়ে ভারত যাওয়ার পথে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

শেখ হাসিনা দেশত্যাগের খবর প্রচারের পরপরই সোমবার (৫ আগস্ট) জুনাইদ আহমেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেসময় পলকের দেশ ত্যাগের খবর চাউর হন। তবে সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ না থাকায় তা নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!