• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে দুই বাসে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১২:৫৫ পিএম
রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা বা কী উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোরে আমরা খবর পাই মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আমাদের ইউনিটগুলো দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো জানা যায়নি।

এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনটি ইচ্ছাকৃতভাবে দেওয়া হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!