• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকা-১৭ থেকে নির্বাচন করবেন জহির রায়হানের ছেলে তপু রায়হান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৯:০৪ পিএম
ঢাকা-১৭ থেকে নির্বাচন করবেন জহির রায়হানের ছেলে তপু রায়হান

প্রয়াত লেখক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

তপু রায়হান বলেন, “আমার বাবা রাজনীতি না করলেও তাঁর লেখায় রাজনৈতিক চেতনার প্রকাশ ছিল। আমি সেই চেতনাতেই বিশ্বাসী। রাজনীতি না করেও জনগণের পাশে থাকা যায়—এ উপলব্ধি থেকেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, গুলশান-বনানীর অভিজাত এলাকার পাশাপাশি কড়াইল বস্তির সাধারণ মানুষও তার নির্বাচনি অঙ্গীকারের অংশ। “স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবায় এখানকার মানুষ অনেক পিছিয়ে। আমি নির্বাচিত হলে তাদের জীবনমান উন্নয়নে কাজ করব,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জহির রায়হানের স্ত্রী ও অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা। তিনি বলেন, “আমার ছোট ছেলে তপু বাবাকে দেখেনি, কিন্তু তার ভেতরে জহির রায়হানের মানবিকতা ও দেশপ্রেম দেখি। তার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে আমি গর্বিত।”

তপু রায়হান আরও বলেন, “আমি চাই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে। জিতলেও বা হারলেও, বিজয়ী প্রার্থীর সঙ্গে মিলে এলাকার উন্নয়নে কাজ করে যাব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!