• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

এনআইডির বয়স সংশোধন নিয়ে কঠোর হচ্ছে ইসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১১:২৫ এএম
এনআইডির বয়স সংশোধন নিয়ে কঠোর হচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে বয়স পরিবর্তনের প্রক্রিয়ায় কঠোর নজরদারি চালাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের আবেদনগুলো মাঠ পর্যায়ের অফিসে নেওয়া বন্ধ করে প্রধান কার্যালয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে জানান, “বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো মাঠ পর্যায়ে না রেখে কেন্দ্রীয়ভাবে যাচাই করা হবে। অন্যান্য ক্ষেত্রের সংশোধন অবশ্য মাঠ পর্যায়ে সম্ভব থাকবে।”

তিনি আরও বলেন, “সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা গেছে। আমাদের লক্ষ্য হল ডাটাবেজের সুরক্ষা নিশ্চিত করা এবং অপব্যবহার রোধ করা।”

নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, শুধুমাত্র বয়স সংশোধন নয়, অন্যান্য সংশোধনের ক্ষেত্রেও নিয়মনীতি আরও সুসংহত করা হবে। এর মধ্যে রয়েছে: সংশোধন ফিল্ডগুলোর সুনির্দিষ্ট নিয়মাবলী নির্ধারণ, আবেদন বছরের পর বছর স্থগিত রাখার নিয়ম সংস্কার এবং দালিলিক তথ্যের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা।

গত রোববার (৯ নভেম্বর) জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। সভায় এনআইডি সংশোধনের এসওপি, ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধনসহ অন্যান্য বিষয় আলোচনা করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!