নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রার্থী ও রাজনৈতিক দলের চূড়ান্ত আচরণবিধি গেজেট আকারে প্রকাশের পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হবে।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় রয়েছি। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধির গেজেট পেলেই সংলাপের সময় ঠিক করে নেব।”
তিনি জানান, আচরণবিধি চূড়ান্ত করার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। কমিশন চায় সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বলেন, “সংলাপের বিষয়ে একটি প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে সেটি এখনো চূড়ান্ত নয়। কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করছে। সময় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে ইসি গণমাধ্যম, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব আলোচনায় পাওয়া প্রস্তাবই আচরণবিধি চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সচিব বলেন, “নির্বাচন কমিশন চায়, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণের আস্থা অর্জনকারী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য।”
সংলাপে প্রচারণার নিয়ম, নির্বাচনি ব্যয়, মিডিয়ার ভূমিকা এবং আচরণবিধির বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
আখতার আহমেদ আরও বলেন, “ইসি সবসময় সংলাপ ও সমঝোতার মাধ্যমে এগোতে চায়। আমরা চাই রাজনৈতিক দলগুলো আস্থা নিয়ে অংশগ্রহণ করুক, যাতে আসন্ন জাতীয় নির্বাচন একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।”































