আজ তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৮:১৭ পিএম
আজ তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী তিনবার ভূমিকম্পে দুলেছে দেশের বিভিন্ন এলাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক কম্পনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে। নরসিংদীর পলাশ উপজেলাকে কেন্দ্র করে এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩।

এর পর সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে আরও দুটি কম্পন নিবন্ধিত হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে প্রথম ধাক্কার তীব্রতা ছিল ৩.৭, যার উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা। একই সময় প্রায় তৎক্ষণাৎ দ্বিতীয় কম্পনটি হয় নরসিংদীকে কেন্দ্র করে, যার মাত্রা ছিল ৪.৩। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রুবায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর ঠিক আগের দিন, শুক্রবার (২১ নভেম্বর), দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয় সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রবল ভূমিকম্প। নরসিংদী উপকেন্দ্র হওয়া সেই শক্তিশালী কম্পনে ঢাকাসহ কয়েকটি জেলায় প্রাণহানি ঘটে ১০ জনের। আহত হন কয়েকশ মানুষ।

প্রতিদিনের ধারাবাহিক ভূকম্পন পরিস্থিতি বিশেষজ্ঞদেরও চিন্তায় ফেলেছে। এসব কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস কি না—এ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

Link copied!