• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

‘আমাদের মাথার তাজ ৫ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:১৬ পিএম
‘আমাদের মাথার তাজ ৫ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। ছবি : প্রতিনিধি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দুনিয়ার জেলকে আমরা পরোয়া করি না। আমাদের মাথার তাজ ৫ নেতাকে একে একে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু এই ফাঁসির দড়ি তাদের কাছে জুতার ফিতার মতো।”

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পৌর শহরে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “রাজনীতির মিথ্যাচার ধোঁকাবাজি দেখতে দেখতে ক্লান্ত এবং বিরক্ত মানুষ। গত জালেম সরকার ১০ হাজার রাজাকারের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ৮০ ভাগ লোকই আওয়ামী লীগের।”

জুলাই আগস্টের বিপ্লবের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, “গণহত্যার বিচার হতে হবে। বিগত সময়ে এবং ছাত্র-জনতার আন্দোলনের সময় যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার এ দেশে নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রয়োজনে আরও পরে দেওয়া হোক।”

শফিকুর রহমান বলেন, “যারা বিগত ১৫ বছর দাপিয়ে বেড়িয়েছেন, আর কিছু হলেই আমাদের বিনা ভিসা,পাসপোর্ট ছাড়াই অমুক দেশে তমুক দেশে পাঠিয়ে দিত। তারাই এখন এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছেন। আমাদের বিভিন্নভাবে ভাষায় গালি দেওয়া ছিল বণ্ডামি।”

জামায়াতের আমির বলেন, “হত্যার বিচার চাই প্রতিশোধ নেওয়ার জন্য নয়, মানুষকে সমাজকে কলঙ্ক মুক্ত করতে। আমাদের দলকে নিষিদ্ধ করেছে কোনো লাভ নেই আমরা আছি, থাকব। আমাদের জেলের ভয় দেখাবেন না, আমরা জেলের ভয় পাই না।”

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, “আমাদের দলের নেতাকর্মীরা দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, মামলা বাজি করবেন না। নিরীহ মানুষকে মামলায় ঢোকাবেন না। আমাদের সংবিধানে যা আছে, সেখানে আমার যে অধিকার আমার অপর ভাইয়ের সমান অধিকার। এখানে মেজরিটি মাইনেরটির কিছুই নাই।”

শফিকুর রহমান আরও বলেন, “আল্লাহ হুকুম থাকে, আর জনগণ যদি আমাদের ওপর দায়িত্ব দেয়, আমরা দায়িত্ব পেলে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে শিক্ষার ওপর। নৈতিক শিক্ষা দেওয়া হবে। সেই শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না।”

Link copied!