• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

হঠাৎ বন্ধ মেট্রোরেল, যা জানা গেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ০৩:৪০ পিএম
হঠাৎ বন্ধ মেট্রোরেল, যা জানা গেল
মেট্রোরেলের স্টেশনে যাত্রীরা। ফাইল ফটো

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে অন্য একটি তার পড়ার পর কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় সেবা। এ কারণে যাত্রীদের অনেককে দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, “কোনো দুষ্ট লোক বা কোনো দুর্বৃত্ত নিচে থেকে বা ওপর থেকে মেট্রোরেলের লাইনের ওপরে তার ছুড়ে মারে। সে জন্য কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। আমরা প্রথম জায়গা আইডেন্টিফাই করি এবং পরে তা অপসারণ করা হয়। এতে ১০-১৫ মিনিট একটু অসুবিধা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।”

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। গত ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময় চলাচল করছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।

Link copied!