• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকতে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৭:৫২ পিএম
তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকতে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না, তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নসরুল হামিদ এ কথা বলেন।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিদ্যুৎপ্রতিমন্ত্রী আরও বলেন, “লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই।”

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ আরও বলেন, “স্পট মার্কেটে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। এ সব কারণেই মূলত মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে।”

প্রতিমন্ত্রী বলেন, “গ্রিডের অটোমেশন করা সময়ের দাবি। এটা চাহিদা ও সরবরাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই সমন্বয় করবে। তথ্য প্রযুক্তি ও স্মার্ট ডিভাইসের সংযোজন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে সুরক্ষিত রাখবে। বিদ্যুৎ ব্যবস্থাকে প্রচলিত গ্রিড থেকে স্মার্ট গ্রিডে রূপান্তরিত করতে প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট জনশক্তিকেও দক্ষ করে গড়ে তোলা আবশ্যক।”

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান ঝানফেং বক্তব্য রাখেন।
 

Link copied!