• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

জিম্বাবুয়েকে ১৪৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৪, ০৭:৫২ পিএম
জিম্বাবুয়েকে ১৪৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো শুরুর পরও বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত ১৪৩ রানে অল আউট হয়ে গেছে স্বাগতিকরা। অর্থাৎ ম্যাচটি জিততে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়াল ১৪৪ রান।

সৌম্য সরকার ও তানজিদ হাসানের ব্যাটে চড়ে বিনা উইকেট ১০০ রান পার করে ফেলে বাংলাদেশ। এরপরই ধস নামে স্বাগতিকদের ইনিংসে।

লিটন দাসকে বিশ্রামে দিয়ে সৌম্য সরকারকে একাদশে নেওয়া হয়। ওপেনিং জুটির এই পরিবর্তনের ফল ভালোই পেয়েছে বাংলাদেশ। তানজিদ-সৌম্য মিলে গড়েন ১০১ রানের জুটি। এরপর ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফেরেন তানজিদ। তার ৩৭ রানের ইনিংসে ছিল ১টি ছক্কা ও ৭টি চারের মার। তার কিছুক্ষণ পরই ফেরেন অন্য ওপেনার সৌম্য। ২ ছক্কা ও ৩ চারে ৩৪ বলে তিনি করেন ৪১ রান। এরপর দ্রুতই ফেরেন তৌহীদ হৃদয় (১২)। এ তিনজন ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

সাকিব আল হাসান ১, নাজমুল হোসেন শান্ত ২, জাকের আলী ৬, তাসকিন আহমেদ ০, রিশাদ হাসান ২, তানজিম হাসান সাকিব ৬ ও মোস্তাফিজুর রহমান ৩ রান করে আউট হন।

জিম্বাবুয়ের হয়ে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন লোকি আকরাম। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও ব্রেইন বেনেট। সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি একটি করে উইকেট নিয়েছেন।
 

Link copied!