• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০১:০৫ পিএম
শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন : কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমটি আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতা তারাই কুক্ষিগত করেছে। আর জাতির জনকের কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।”

সেতুমন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।”

ওবায়দুল কাদের বলেন, “জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমরা ডিজিটাল দেশ করেছি। ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়ে আমরা সেই কথা রেখেছি।”

সেতুমন্ত্রী বলেন, “আমরা বলেছিলাম পদ্মা সেতু করব। শেখ হাসিনা পদ্মা সেতু করতে গেলেন। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেল। নেত্রী ঘোষণা দিলেন আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করব। তখন অনেকে উপহাস করেছিল, কটাক্ষ করেছিল, কিন্তু তিনি সেই সিদ্ধান্ত অটুট ছিলেন। মেট্রোরেল করব, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব, একশ নতুন রাস্তা উদ্বোধন। এক দিনে একশ সেতুর উদ্বোধন করেছি “

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রের নামে ভোট চুরি। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার। ওয়ান-ইলেভেন কী এমনিতে এসেছে? জাতির সঙ্গে ছলচাতুরী বিএনপি করেছে। সবই বিএনপি করেছে। আমরা চাতুরী করিনি।”

Link copied!