• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৯:৪৪ পিএম
২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৬০ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে দুই ঈদ, দুর্গাপূজা, গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি থাকবে ৪৩ দিন। বাকি দিন সরকারি ও অবৈতনিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ছুটির এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত শিক্ষাপঞ্জিতে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটিসহ মোট ছুটি রয়েছে ৬০ দিন। সাপ্তাহিক বন্ধ দুই দিন (শুক্রবার ও শনিবার) ধরে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

রমজান, ঈদুল ফিতর, জাতীয় শিশু দিবস, বাংলা নববর্ষসহ আরও কয়েকটি ছুটি মিলে ১২-১৪ এপ্রিল পর্যন্ত একসঙ্গে ২১ দিন ছুটি থাকবে। ১৩-২৩ জুন পর্যন্ত ৭ দিন গ্রীষ্মকালীন ছুটি থাকবে। ১১-১৭ অক্টোবর পর্যন্ত ৫ দিন দুর্গাপূজা এবং ১২-২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন শীতকালীন ছুটি থাকবে। বাকি ২৭ দিন অন্যান্য ছুটি থাকবে।

এর আগে মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওই তালিকা অনুযায়ী, আগামী বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ৭৬ দিন ছুটির ঘোষণা আছে।

Link copied!