• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
ইসি আনিসুর রহমান

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০১:২১ পিএম
জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন
ফাইল ছবি

জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান।

শনিবার (২ সেপ্টেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।

আনিসুর রহমান বলেন, “জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোট গ্রহণ হবে। তবে ঠিক কত তারিখে ভোট নেওয়া হবে, সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।”

ইসি আনিছুর রহমান বলেন, “আপনারা যারা এখান থেকে প্রশিক্ষণ নেবেন তারা প্রথমে অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ করাবেন। এরপর অঞ্চলে যারা প্রশিক্ষিত হবেন, তারা জেলা পর্যায়ে এবং জেলার প্রশিক্ষিতরা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেবেন। আমি নিজেও দুইবার সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছিলাম।”

আনিছুর রহমান বলেন, “প্রিসাইডিং অফিসারের ক্ষমতা সবচেয়ে বেশি ভোটের দিনে। না জানার কারণে অনেকে বিষয়টা জানেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও করণীয় আছে, আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করারও ক্ষমতা দেওয়া আছে। সে সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া থাকে, তা-ও কাজে লাগানোর সুযোগ আছে।”

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু এবং ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারত্ব বজায় রেখে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তাদের কাজ করতে হবে।”

Link copied!