• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

রমজানে এক কোটি পরিবার বিনা মূল্যে ১০ কেজি করে চাল পাবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৮:৫৫ এএম
রমজানে এক কোটি পরিবার বিনা মূল্যে ১০ কেজি করে চাল পাবে

আসন্ন রমজান মাসে এক কোটি দরিদ্র পরিবারকে সরকার ১০ কেজি চাল বিনা মূল্যে দেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধান মজুমদার।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী।

সাধন মজুমদার বলেন, “এই রমজানে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) আওতায় এক কোটির বেশি পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ীই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বিশেষত দেশের পল্লি অঞ্চলে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রস্তুতকৃত তালিকার ওপর ভিত্তি করেই এই চাল বিতরণ করা হবে।

সাধন মজুমদার বলেন, দেশে এ মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে এবং যদি বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়, তবে আর বিদেশ থেকে চাল আমদানি করার প্রয়োজন হবে না।

খাদ্যমন্ত্রী আরও বলেন, নিয়মিতভাবেই দেশব্যাপী আড়াই হাজার ডিলারের মাধ্যমে ধান ও আটা বিতরণ করা হয়। ওএমএস কর্মসূচির আওতায় নিম্ন আয়ের লোকেরা মাত্র ৩০ টাকায় পাঁচ কেজি চাল ও মাত্র ২৪ টাকায় তিন কেজি আটা কিনতে পারেন। রমজান মাসে দেশের কোনো মানুষেরই চালের অভাব হবে না।

Link copied!