• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

এক ঘণ্টা পর ফের স্বাভাবিক মেট্রোরেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ১০:১৭ এএম
এক ঘণ্টা পর ফের স্বাভাবিক মেট্রোরেল
মেট্রোরেল । ছবি : সংগৃহীত

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় ঘণ্টা খানেক বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে যাত্রীদের স্টেশনে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেকে আবার ভিন্ন উপায়ে গন্তব্যে গিয়েছেন।  

রোববার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌনে ৯টার দিকে স্বাভাবিক হয় মেট্রোরেল।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে বিদ্যুৎ লাইনের ওপরে উড়ে আসা ফয়েল পেপারের কারণে এ সমস্যা সৃষ্টি হয়। পরে তার থেকে ফয়েল পেপার সরিয়ে নেয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় ।

এদিকে, সপ্তাহের প্রথম দিন হওয়ায় মেট্রো স্টেশনগুলোয় প্রচণ্ড ভিড় দেখা যায়। এরমধ্যেই, হঠাৎ এমন সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে অপেক্ষমাণ যাত্রীরা।

যারা নিয়মিত মেট্রোরেলে চড়ে অফিসে যান, তাদের একজন আসিফ জানান, অফিসে যাওয়ার জন্য প্রতিদিনের মতো আজও সকাল সাড়ে ৭টায় মিরপুরের পল্লবী স্টেশনে যাই। পরে ৮টা পর্যন্ত কোনো ট্রেন না আসায় আমি বাধ্য হয়ে সিএনজি অটোরিকশায় অফিসের উদ্দেশ্যে রওনা হই।

Link copied!