• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৪:৩৬ পিএম
এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
ঢাকার মেট্রোরেল। ছবি : সংগৃহীত

স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। প্রায় এক ঘণ্টা পর তা স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, মেট্রোরেলের একটি ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দেয়। দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেট্রোর অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছে না। এ দরজার সিগন্যাল দেয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়েছে। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেছেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রেখেছিলেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করেছে দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করেছে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলেনি।

এদিকে যাত্রীদের চাহিদা বিবেচনায় শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

Link copied!