• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

রাজধানী ছেড়ে গেছে দূরপাল্লার কিছু বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০১:২৪ পিএম
রাজধানী ছেড়ে গেছে দূরপাল্লার কিছু বাস

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিনে রাজধানী ছেড়েছে দূরপাল্লার কিছু বাস। বিভিন্ন বাস কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন, যাত্রী বেশ কম। তাই সীমিত পরিসরে বাস চালাতে হচ্ছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনাল ঘুরে দূরপাল্লার বাসের এমন চিত্র দেখা গেছে।

গাবতলী বাস টার্মিনালে ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার আলী মোহাম্মদ জানান, ঢাকা থেকে সকালে খুলনা ও সাতক্ষীরার উদ্দেশ্যে তাদের দুটি বাস ছেড়ে গেছে।

তিনি আরও বলেন, ‘‘যাত্রী কম, তাই সব গন্তব্যে বাস ছাড়া যাচ্ছে না। আগে ঘণ্টায় একটি করে বাস ছাড়া হতো। এখন দু-তিন ঘণ্টা পরপর একটি করে বাস ছাড়া হচ্ছে।’’

এদিকে মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও নেত্রকোনার উদ্দেশ্যে এনা ও সোনার বাংলা পরিবহনের একাধিক বাস ছেড়ে যেতে দেখা গেছে।

সোনার বাংলা পরিবহনের কাউন্টার মাস্টার মো. ফিরোজ বলেন, ‘পেটে ক্ষুধা থাকলে বাস না ছেড়ে উপায় নাই। আগের হরতাল-অবরোধে তেমন যাত্রী পাইনি। আজ সকাল থেকেই কিছু কিছু যাত্রী আসতেছে, তাই আমরা বাস ছেড়ে দিচ্ছি।’

সোনার বাংলা পরিবহনের একটি বাসের যাত্রী মো. এখলাস। পরিবার নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছেন তিনি। এখলাস বলেন, ‘‘আমার পুত্রবধূ সন্তানসম্ভবা। তাই জরুরি প্রয়োজনে অবরোধের মধ্যেই গ্রামের বাড়ি যেতে হচ্ছে।’’

Link copied!