• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাসদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০২:৫২ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাসদের বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক-অস্বাভাবিক বৃদ্ধির হোতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।

সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউর জাসদ চত্বরে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শিরীন আখতার বলেছেন, প্রধানমন্ত্রীর হুশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, তাদের ঠিকানা হোক জেলখানা। প্রধানমন্ত্রীর বার বার হুঁশিয়ারির পরও প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের পিছুটান রহস্যজনক। বাংলাদেশ ব্যাংকের কাছেই আমদানি করা পণ্যের হিসাব নিকাশ আছে। বাংলাদেশ ব্যাংক থেকে তালিকা নিয়ে নিত্যপণ্যের অস্বাভাবিক অযৌক্তিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত মুনাফাখোর, মজুদদার, কালোবাজারিদের আইনের আওতায় আনতে হবে।”

ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি নুরুল আকতার, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, মুক্তাঙ্গনসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Link copied!