• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মোস্তাফিজের পার্টনার পাথিরানা বিক্রি হলেন রেকর্ড মূল্যে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:৫০ পিএম
মোস্তাফিজের পার্টনার পাথিরানা বিক্রি হলেন রেকর্ড মূল্যে
পাথিরানা ও মোস্তাফিজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘কাটারমাস্টার’ খ্যাত পেস বোলার মোস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি বেঁধে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দলটির অন্যতম মূল বোলারই ছিলেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। আইপিএলের মতো আসরে পারফর্ম করে আসা এই পেসার নিজের দেশে মূল্যায়িত হলেন দারুণভাবে।

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম চলছে। তাতে টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড মূল্যে বিক্রি হলেন পাথিরানা।

ডানহাতি এই পেসারকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা।

পাথিরানার ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। ডাম্বুলা প্রথম বিড শুরু করে ৭০ হাজার ডলারে। গল মারভেলস ১ লাখ ডলার দাম বলার পরই এলপিএলের রেকর্ড হয়ে যায়।

শেষ পর্যন্ত কলম্বো স্ট্রাইকার্স রেকর্ড মূল্যে কিনে নেয় পাথিরানাকে।

Link copied!