রাজধানীর তেজগাঁওয়ের একটি রুলিং মিলের পাশের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে তেজতুরি পাড়ার বাবলি রুলিং মিলের পাশের বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৮টার দিকে তেজতুরি পাড়ার বাবলি রুলিং মিলের পাশের বস্তিতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তারা তারা ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পেয়ে আশপাশের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান রোজিনা আক্তার।