• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৬:০৩ পিএম
জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ
ফাইল ছবি

গত জুলাই মাসে দেশের পণ্যদ্রব্য রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে তা বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।

বুধবার (২ আগষ্ট) নতুন অর্থবছরের প্রথম মাসে রপ্তানির এই আশাব্যঞ্জক তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।

নিটওয়্যার ও উভেন আইটেমসহ পোশাক খাতে রপ্তানি বাড়ার পেছনে মূল চালিকাশক্তির ভূমিকা রেখেছে।

জুলাইয়ে ৩.৯৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

নিটওয়্যার খাতে হয়েছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, যা ২২ শতাংশ বেড়েছে। উভেন পোশাক রপ্তানিতেও সন্তোষজনক ১১.৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে এসময় প্রতিকূলতার মুখোমুখি হয়েছে হোম টেক্সটাইল রপ্তানি। করোনা পরবর্তী সময়ে বিশ্ববাজারে এ খাতের পণ্য চাহিদা কমে যাওয়া এজন্য দায়ী বলে জানাচ্ছেন শিল্পের অভ্যন্তরীণরা। 

Link copied!