• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বিদেশ যাচ্ছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন, বিমানবন্দরে গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০২:৫২ পিএম
বিদেশ যাচ্ছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন, বিমানবন্দরে গ্রেপ্তার
ইসমাইল হোসেন। ফাইল ফটো

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাবেক সচিব ইসমাইল হোসেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার (২১ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. এরশাদ আহমেদ।

এরশাদ আহমেদ বলেন, “বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!