• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

মনের আয়নায় অনেক দিন থাকবেন প্রিয় শামীম ভাই


হাবীব ইমন
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০৩:৪৫ পিএম
মনের আয়নায় অনেক দিন থাকবেন প্রিয় শামীম ভাই

‘স্বাদ-বিষাদে মনের আয়নাটিও যখন ঝাপসা হয়ে ওঠে’—মনের আয়নায় কি কোনোদিন তিনি ঝাপসা হবেন?

বৃহস্পতিবারও হাসি-ঠাট্টায় ছিলেন তিনি। অফিসে ঢুকে আমাকে বললেন, ‘আপনারে দেখি না।’ আমি বললাম, ‘মাত্র তো দুদিন ছিলাম না।’ তিনি বললেন, ‘দুদিন মানে তো অনেক দিন।’ অফিস শেষে বের হব, এমন সময় বললেন, ‘দাঁড়ান। চলেন, চা খাই। অনেক দিন চা-চু খাওয়ান না।’ আমি বললাম, ‘ভালো জায়গায় চা খাওয়াব।’ তিনি বললেন, ‘ঠিক আছে।’ 
শনিবার দেখা হবে বলে বিদায় নিলাম।

দুই। 
শুক্রবার বিকেলে ফেসবুকে তার মেসেঞ্জারের সবুজ বাতি দেখে নক করলাম। রেসপন্স করলেন না। মনের মধ্যে বেশ উশখুশ হচ্ছে। কতবার মনে হয়েছিল তাকে ফোন দেব। রাতে জানলাম চির বিদায় নিলেন তিনি। শনিবার সকালের জন্য আর অপেক্ষা করেননি। আমাকে আর চা খাওয়ানোর সুযোগ দিলেন না। অন্তিম শয়ানে গেলেন তার প্রিয় খাগড়াছড়িতে।

তিন।
স্মৃতিতে সতত থাকবেন যে মানুষটি, তিনি ওমর ফারুক শামীম ভাই—আমার অকৃত্রিম জ্যেষ্ঠ সহকর্মী, সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক। প্রথাগত ভাবগাম্ভীর্য নিয়ে বার্তা সম্পাদক ছিলেন না, প্রাণবন্ত-সজীব ছিলেন সব সময়। মুখের কোণে তার হাসি ছিল সব সময়। যেদিন তার প্রথম মুখোমুখি হই, আড়ষ্ট ছিলাম সেদিন, জড়তা ছিল বেশ। প্রথম দিনেই তিনি আমাকে চা খাওয়াতে নিয়ে গেলেন, হৃদ্যতায় জড়ালেন আমাকে।

ঝাপসা হবে কতটুকু জানি না, মনের আয়নায় অনেক দিন থাকবেন প্রিয় শামীম ভাই।

Link copied!