রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করেছে র্যাব-১। রোববার (১৩ নভেম্বর) রাতে উত্তরার পলোওয়েল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
তবে আটক ব্যক্তির এখনো নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ রানা জানান, বিষয়টি নিয়ে র্যাবের আব্দুল্লাহপুর ক্যাম্পে সকাল ১০টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র্যাব-১-এর অধিনায়ক।