নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে ‘শ্বেতপত্র’ অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, “তথ্যপ্রযুক্তি খাতে অর্থ ব্যয়ে বড় ধরনের অনিয়ম বা দুর্ঘটনা ঘটেছে। ব্যাংক, জ্বালানি ও মেগা প্রকল্পেও নানা অনিয়ম রয়েছে।”
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “অর্থ খাতে সংশ্লিষ্ট সবকিছু তুলে ধরে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সংস্কারের সুপারিশ করবে। নভেম্বরের মধ্যেই তা সরকারের হাতে তুলে দেওয়া হবে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, “আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গল্প সাজিয়ে দেশে স্বৈরতান্ত্রিক রাজনীতি চালু করে। অডিটর জেনারেল শত শত অডিট আপত্তি দিলেও দুদক সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।”
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, “একটা উন্নয়নের বয়ান সৃষ্টি করা হয়েছিল অনাচারি অর্থনীতির ঘাটতি মেটানোর জন্য। সেই উন্নয়নের বয়ানকে রক্ষা করার জন্য স্বৈরাচারীর রাজনীতির প্রয়োজন করেছিল।”
এর আগে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য এ কমিটি গঠন করা হয় বলে জানা যায়।








-20251027102457.jpeg)






















