• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১০:১৪ এএম
রাজধানীতে মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি
ছবি : শুভ আনোয়ার

চৈত্রের প্রথম দিনই মেঘলা হয়ে আছে ঢাকার আকাশ। মিরপুরসহ কোথাও কোথাও হচ্ছে হালকা বৃষ্টি। এতে কয়েক দিনের মৃদু দাবদাহ ও ধুলfর যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন রাজধানীবাসী।

বুধবার (১৫ মার্চ) সকালে মেঘলা ছিল ঢাকার আকাশ। সময় গাড়ানোর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে মেঘের গর্জনও।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। তবে রাজধানীতে আংশিক মেঘলা থাকবে, এটা দীর্ঘস্থায়ী হবে না।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!