• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের বাধায় সিলগালা হলো না আড়ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০১:০০ পিএম
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের বাধায় সিলগালা হলো না আড়ত

ঝুঁকিপূর্ণ বিবেচনায় কারওয়ান বাজারের কাঁচাবাজার মার্কেট সিলগালা করতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১১ মে) সকালে অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সিলগালা করতে গেলে বাধা দেন ব্যবসায়ীরা।

ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর বলেন, “ব্যবসায়ীদের বাধার মুখে আজকে আমরা সিলগালা করতে পারি নাই। ব্যবসায়ীরা আমাদের কাছে সময় নিয়েছে। সে অনুযায়ী আমরা আগামী ২৫ মে মার্কেটটি সিলগালা করে দেবো এবং ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করবো।”

এদিকে ব্যবসায়ীরা অভিযোগ বলেন, “সিটি করপোরেশন থেকে আমাদের কোনো নোটিশ দেয়নি। তারা হঠাৎ করে গতকাল বিকেলে বলেছে মার্কেটটি বন্ধ করে দেওয়া হবে। আগে আমাদের কোনো পুনর্বাসন না করে মার্কেট বন্ধ করতে দেওয়া হবে না।”

ঝুঁকিপূর্ণ মার্কেটটিতে বর্তমানে ১৭৬টি দোকান রয়েছে। এসব দোকান সিলগালা করে বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করতে অভিযানে গিয়েছিলো ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

 

Link copied!